বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কের ওপর বাঘাজলে তাই দু ঘন্টা ধরে পথ অবরোধ করে বসে রয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ অভিযোগ তাদের নমিনেশন নমিনেশন দিতে বাধা দিচ্ছে তৃণমূল, এবার সেখান দিয়েই বাঁকুড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল সায়ন্তিকা তখন বিজেপি কর্মী সমর্থকেরা অতর্কিত হামলা চালায় সায়ন্তিকার স্কটের ওপর বিক্ষোভ দেখাতে থাকে সায়ন্তিকা কে ঘিরে। বিক্ষোভের জারে পিছু হাটে সায়ন্তিকা । সৌমিত্র ক্ষয়ের অভিযোগ সায়ন্তিকা হার্মাদ নিয়ে গুন্ডাগিরি করতে এসেছিল ।
সায়ন্তিকার কনভয়ে বিজেপির হামলা
সোমবার,১২/০৬/২০২৩
870