তবে কি বিজয় – তামান্না’র বিয়ের সানাই বাজবে!


সোমবার,০৩/০৭/২০২৩
305

গেলো বছরের শেষ দিক থেকে দক্ষিণী ছবির তারকা নায়িকা তামান্না ভাটিয়া ও খলনায়ক বিজয় বর্মা’র প্রেমের গুঞ্জনে সরগরম বলিউড। এই জুটি চুটিয়ে প্রেম করছেন – কান পাতলেই শোনা যাচ্ছিল এমন কথা। বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচা – সর্বত্রই তাদের একসঙ্গে দেখা গেছে। শেষমেশ নিজেদের প্রেমে সিলমোহর দিয়েছেন এই জুটি। শোনা যাচ্ছে, শীঘ্রি নাকি চারহাত এক হচ্ছে ? এই প্রসঙ্গে কী কথা বলেছেন তামান্না।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ‘লাস্ট স্টোরিজ ২’ এর সেটেই একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন বিজয় ও তামান্না। শীঘ্রি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘লাস্ট স্টোরিজ ২’। এর আগে জুটিকে প্রচারে দেখা যাচ্ছে একসঙ্গে। তামান্না ‘জি করবা’ নামের এক ওয়েব সিরিজের কাজও করছেন পাশাপাশি। বিয়ে নিয়ে প্রশ্ন করতেই অবশ্য অন্য সুর এই প্রেমিকা নায়িকার। তিনি বলেন, বিয়ে একটা বিশাল ব্যাপার। অনেক দায়িত্ব, অনেক আয়োজন। কুকুর পোষা, গাছ লাগানো কিংবা বাচ্চা মানুষ করার মতো হাজার একটা প্রসঙ্গ এসে পড়ে সংসারের কথা ভাবলে।

মায়ানগরীতে যে একের পর এক বিয়ের সানাই বাজছে, তার মধ্যেও সিদ্ধান্তে অবিচল তামান্না। এই তারকার মতে, সবাই বিয়ে করছে বলেই যে আমাকেও করে নিতে হবে সেটা কিন্তু নয়। নিজেরা যখন মনে করবো ঠিক সময় এসেছে, আমাদের মনে হচ্ছে করা উচিত – ওই সময়েই আমরা বিয়ে করবো।

জানা যায়, ‘লাস্ট স্টোরিজ ২’ এ বাঙালি পরিচালক সুজয় ঘোষের একটি গল্পে অভিনয় করেছেন তামান্না। এতে তার বিপরীতে রয়েছেন তারই প্রেমিক ও বলিউড অভিনেতা বিজয় বর্মা। সিরিজের প্রচার ঝলকে বিজয়ের সঙ্গেই অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে তাকে। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায়। তামান্না নাকি পর্দায় চুমু খান না ? তাহলে এটা কী ? এসে পড়ছিল কটাক্ষবাণ! তার জবাব দিয়েছেন সুন্দরী নায়িকা নিজেই।

বিপরীতে বিজয় আছেন বলেই কি এতে চুমুর দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছিলেন তিনি ? সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, ‘লাস্ট স্টোরিজ ২’ এর জন্যই প্রথম বার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন তিনি। তিনি বলেন, আমি আমার এত বছরে কর্মজীবনে কখনও কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। আমি হচ্ছি সেই দর্শক, যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে একটু গুটিয়ে যাই। এবার চিত্রনাট্যের প্রেমে পড়ে করে ফেলেছি।

বিজয়ের সঙ্গে যে খুব ভাল আছেন সে কথাও তামান্না সরাসরি জানান। বলেন, বিজয় আমার ‘হ্যাপি প্লেস’। তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে নিজের মনের কথা উজাড় করে দিয়েছেন বিজয়ও। তামান্না’র স্বীকারোক্তির পরে অভিনেতা বলেন, সব কিছু জনসমক্ষে প্রকাশ করার একটা নির্দিষ্ট সময় থাকে। আমি এটুকুই বলতে পারি যে, আমার জীবন এখন ভালবাসায় পরিপূর্ণ। আমি খুব ভাল আছি। তামান্না’র মতো গুছিয়ে প্রেমের ইস্তাহার না দিলেও বিজয়ের কথায় কিন্তু স্পষ্ট, প্রেমে আছেন তিনিও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট