বসার ধরনই বলে দেবে আপনার ব্যক্তিত্ব!

এই পৃথিবীর প্রতিটি মানুষই ব্যক্তি বিশেষে আলাদা। একজন মানুষকে বাইরে থেকে দেখে বা মেলামেশা করেও বোঝা যায় না আসলে সে কেমন। আবার মানুষের মনে প্রতিনিয়ত কি ঘটছে তা-ও সরাসরি বোঝার উপায় নেই। তবে মানুষের কিছু আচার-আচরণে বোঝা যায়, সে কেমন মানুষ।

কিন্তু মানুষ চিনতে যদি আপনি শুধুমাত্র তার আচরণের ওপর নির্ভর করেন, তাহলে যেকোনো সময় পড়তে পারেন মহাবিপদে। শুধু আচরণ নয়, মানুষের বসার ধরনও কিন্তু বলে দেয় তার ব্যক্তিত্ব কেমন। সাইকোলোজিক্যাল ফ্যাক্ট বলছে, কারও বসার ভঙ্গি থেকে সহজেই বোঝা সম্ভব মানুষের ব্যক্তিত্ব।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে এ বিষয়ে বিস্তারিত তথ্য ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য তুলে ধরা হলো-

হাঁটু একসঙ্গে, কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব

যারা হাঁটু একসঙ্গে, কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব রেখে বসেন তারা চিন্তাহীন হয়ে থাকেন। এ কারণে কঠিন সময়েও তিনি স্বাভাবিক হয়েই থাকতে পারেন। এ ধরনের মানুষ সাধারণত পরিকল্পনাহীন জীবনযাপনে অভ্যস্ত।

পায়ের ওপর পা তুলে বসা

যদি কাউকে পায়ের ওপর পা তুলে বসতে দেখেন, তবে তিনি বেশ উচ্চাকাঙ্ক্ষী। হাসিখুশি হয়ে জীবন কাটানোতেই প্রাধান্য দেন তিনি।

হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে বসা

যারা হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন, তারা সহজে কাউকে বিশ্বাস করেন না। তবে কথা বলতে পছন্দ করেন। সময়ের অপচয় করে এমন মানুষ তাদের অপছন্দ।

হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে বসা

যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন, তারা নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করেন। এরা বেশ ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকেন।

হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে একটু হেলিয়ে বসা

যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে একটু হেলিয়ে বসেন, তারা জীবনে কাজে বেশি মনোযোগী। স্পষ্টভাষী হওয়ার পাশাপাশি এরা বেশ উচ্চাকাঙ্ক্ষীও হয়ে থাকেন।

পিঠ সোজা করে বসা

যারা একেবারে পিঠ সোজা করে বসেন, তারা লক্ষ্যের প্রতি খুবই আত্মবিশ্বাসী এবং দৃঢ় সংকল্প হয়। এদের ভরসা করা যায় এবং এরা উপকারী। নিজের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন এবং ন্যায়পরায়ণাতে বিশ্বাস করেন।

হেলান দিয়ে বসা

হেলান দিয়ে বসতে যারা পছন্দ করেন-এই বসার ধরনটি আপাতদৃষ্টিতে কুল মনে হলেও এরা বেশ সংবেদনশীল। এরা অন্যের চরিত্র বিশ্লেষণ করতে ভালোবাসেন এবং সাধারণত উদাসীন থাকেন।

সামনের দিকে ঝুঁকে বসা

এরা কমবেশি সব বিষয়েই উৎসাহ রাখেন। নতুন লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করেন এবং তাদের মন জয় করতে চান।

দুই পা একসঙ্গে করে বসা

এদের এক কথায় ‘পারফেকশানিস্ট’ বলা যায়। বাইরে থেকে দেখে কড়া মনে হলেও, এরা আসলে সচেতন, দয়ালু ও সুবিবেচনাপূর্ণ।

পায়ের পাতা ক্রস করে বসা

এরা নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে পছন্দ করেন। যেকোনো বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য রাখেন।

পা ক্রস করে বসেন যারা

এই ভঙ্গিতে যারা বসেন তারা নিজেদেরকে অন্যের কাছে খুব একটা আত্মপ্রকাশ করেন না। এদের দেখে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হলেও, আসলে এরা ভনিতা করেন।

বুকের কাছে হাত জড়ো করে রাখা অবস্থায় বসা

এরা যথেষ্ট বলিষ্ঠ একটি চরিত্র। এরা চুপচাপ এবং গম্ভীর থাকতে ভালোবাসেন। নিজেকে এক্সপ্রেস করতেও এদের সময় লাগে।

সুত্রঃ dainikamadershomoy

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

5 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

5 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

5 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

5 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

5 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

5 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: