নিজের চৌহদ্দির মধ্যে থাকুন,অজথা নেতগিরি করতে যাবেন না,রাজ্যপাল কে লড়াই এর মাঠ এ নামার চ্যালেঞ্জ চন্দ্রিমার , মঙ্গলবার জেলার একদিকে ছিল অভিষেক এর রোড শো পাশপাশি নন্দিগ্রামে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি কটাক্ষে বিঁধতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে। তিনি বলেন ও হচ্ছেLop,তিনি বলেন তুমি ললিপপ খাও বেশি বুঝতে যেও না। ললিপপ খাবে আর সন্ত্রাস করবে, এমন হলে বাড়তি নজর অবশ্যই নন্দীগ্রামের দিকে থাকবে। পাশাপাশি রাজ্যপালকেও এক হাত নিতে ছাড়েননি চন্দ্রিমা।তিনি বলেন আমারই খাবে আমারই পর্বে আবার আমাকেই গালি দেবে। নিত্যদিন নতুন নতুন শার্ট নতুন রোজ রোজ চশমা পরে ঘুরে বেড়ান। পাশাপাশি প্রচ্ছন্ন হুমকি সুরে বলেন নিজের চৌহদ্দির মধ্যে নিজেকে আটকে রাখুন অযথা নেতাগিরি করতে যাবেন না। নেতাগিরি করতে চাইলে মাঠে লড়াই তে নামুন।
রাজ্যপাল কে লড়াই এর মাঠ এ নামার চ্যালেঞ্জ চন্দ্রিমার
মঙ্গলবার,০৪/০৭/২০২৩
632

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: