ব্যতিক্রমি পুরুলিয়ায়’ শান্তিপূর্ণ ভোট


রবিবার,০৯/০৭/২০২৩
818

পশ্চিমবঙ্গ ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা হত্যার খবর পাওয়া গেলেও ব্যতিক্রমি পুরুলিয়ায়’ শান্তিপূর্ণ ভোট। ৮ ই জুলাই শনিবার সকাল সাতটা থেকে শুরু হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরুলিয়াতে শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়, অন্য এক রাজনৈতিক বাতাবরণ তৈরি হয় পুরুলিয়া জেলায় ভোট মানেই পশ্চিমবঙ্গে খুনোখুনি, বোমাবাজি, মারামারি, ব্যালট পেপার লুটের খবরের শিরোনাম হয় তার ঠিক উল্টো মেরুতে অবস্থান জঙ্গল মহলের জেলা পুরুলিয়া। ভোটের ময়দানে সব দলের পতাকা যুদ্ধ দেখা গেলেও পাশাপাশি বুথে বসে গল্প করে ভোট করতে দেখা যায় সব দল নির্দল প্রার্থীদের এজেন্ট-দেরকে। স্থানীয় সূত্রে জানা গেছে , শুধুমাত্র পুরুলিয়া এক নম্বর ব্লকের গাড়াফুসড়ো গ্রামের একটি বুথে তাণ্ডবের খবর পাওয়া যায়, রঘনাথপুর ২ ব্লক এর একটি বুথে বিজেপি প্রার্থীর নাম প্রতীক না থাকায় ভোট গ্রহন বন্ধ হয়, পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় বুথেও বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়, বুথ দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় নিতুড়িয়াতেও এই রকম কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণ ভোট হয় পুরুলিয়াতে। সারা দিন ধরে নির্বাচন নিয়ে তেমন কোন অশান্তির খবর পাওয়া যায়নি। জনগন সারাদিন ধরে শান্তিপূর্ণ ভোট সামিল হয় প্রায় ৫৬ শতাংশ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এই পঞ্চায়েত নির্বাচনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট