সোমনাথ গোপ: পুরুলিয়া লোকসভার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নিজের অঞ্চল বাগমুন্ডি বিধানসভার
পুস্তি গ্রাম পঞ্চায়েতের একটি আসনেও জিততে পারল না গেরুয়া শিবির প্রার্থীরা, পুস্তি গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৩ টি সেখানে তৃণমূল ৮টি, কংগ্রেস ৩টি, সিপিআইএম ১টি, ফরোয়ার্ড ব্লক ১টি, আসনে জিতেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল বোর্ড গঠন করার পথে, একই চিত্র দেখা গিয়েছে সাংসদদের বুথেও সেখানে শাসক দল তৃণমূল ১৩৭টি ভোটে জিতেছে, বিজেপির এই শোচনীয় ফলের জন্য অনেক বিজেপি কর্মী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলছেন, ওই অঞ্চলে বিজেপির পুরনো কার্যকর্তারা নিস্ক্রিয় রয়েছেন তার ফলে জয় অধরা, আবার অনেকে ফেসবুকে দলের গোষ্ঠী কোন্দলকেই দায়ি করেছেন, যদিও এই বিষয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি।
পুরুলিয়ায় বিজেপি সাংসদের অঞ্চলে খাতা খুললো না গেরুয়া শিবিরের!
শুক্রবার,১৪/০৭/২০২৩
528

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: