সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন। তাঁর ফুসফুসের সংক্রমণ অনেকটাই কম। তবে হিমোগ্লোবিন কম থাকায় তাঁকে এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। প্রয়োজনে আরও এক ইউনিট রক্ত দেওয়া হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।জানা গিয়েছে, ভেন্টিলেশন থেকে বেরিয়ে সম্পূর্ন সচেতন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বার বার বাড়ি যেতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাইপ্যাপ সাপোর্টও খুলে ফেলতে চাইছেন। অপতত ৫-৬ ঘন্টা বাইপ্যাপ সাপোর্ট চলার পর কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে। তবে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবারই খাওয়ানো হচ্ছে।
এদিকে মেডিক্যাল বোর্ডের একটি সূত্রের দাবি, সব ঠিক থাকলে বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উল্লেখ্য, সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্যের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বও বুদ্ধদেব ভট্টাচার্য্যকে দেখতে হাসপাতালে আসছেন।
সুস্থ আছেন বুদ্ধদেব ভট্টাচার্য
বুধবার,০২/০৮/২০২৩
723