পুরুলিয়া জেলা জুড়ে দলবদল, ‘উন্নয়নের টানে’ যোগ তৃণমূলে, বলছেন জয়ী প্রার্থীরা


বৃহস্পতিবার,০৩/০৮/২০২৩
619

সোমনাথ গোপ:- গত ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, আর পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই দলবদলের দৃশ্য পুরুলিয়া জেলা জুড়ে, অন্য দল থেকে শাসক দল তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে দলবদল পর্ব চলছে, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, সহ নির্দল প্রার্থীরা দলবদল করছে, এই দলবদলের ফলে পঞ্চায়েত বোর্ড গঠনের আগে গ্রাম পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে শাসকদল তৃণমূল। অবশ্য এই দলবদল শাসক বিরোধী শিবিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা, তৃণমূলের দাবী, উন্নয়নের টানেই দলবদল করেছেন অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা, কোনো দলের প্রার্থীদের জোর করে দলবদল করানো হচ্ছে না, অন্যান্য দলের জয়ী প্রার্থী’রাই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, বিজেপির পাল্টা দাবী “এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে, তৃণমূল এই ধরনের অনৈতিক কাজ করছে। তৃণমূল অনেক পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে বোর্ড গঠনের জন্য এই দলবদল, যদিও এই দলবদলের তালিকা দীর্ঘ পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের জোড়াডি গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থী, জয়পুর ব্লকের একাধিক প্রার্থীর যোগদান, রঘুনাথপুর ১ নং ব্লকের নতুনডি অঞ্চলের নির্দল প্রার্থী অবনী মাঝি, পুরুলিয়া ১ নং ব্লকের চাকলতোড় অঞ্চলের নির্দল প্রার্থী সুভাষ রজক, সহ পাড়া ব্লকের দুবড়া অঞ্চলের বামুনবাদ সংসদ থেকে জয়ী ইব্রাহাম আলম এবং ঢেড়া সংসদ থেকে জয়ী জবা বাউরি তৃণমূল কংগ্রেসে যোগদান, এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, ব্লক সভাপতি উমপদ বাউরি, দীপক কুম্ভকার, রিজওয়ান আহমেদ, জয়মল ভট্টাচার্য সহ ব্লক অঞ্চল নেতৃত্ব ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট