পঞ্চায়েত নির্বাচনের পর শুরু হয়েছে বোর্ড গঠন প্রক্রিয়া। তার পরিপ্রেক্ষিতে সরগরম গ্রাম বাংলার রাজনীতি। আজ বৃহস্পতিবার, পাড়া ব্লকের ৩ টি গ্রাম পঞ্চায়েতের শান্তিপূর্ণ বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় যথেষ্ট পুলিশি নিরাপত্তা সহ, বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল পঞ্চায়েত অফিস গুলির সামনে। নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত জয়ী সদস্যরা পঞ্চায়েত গঠনে অংশগ্রহণ করে,
অনাড়া, দুবড়া ও ভাউরিডি পঞ্চায়েত বোর্ড গঠন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল, অনাড়া গ্রাম পঞ্চায়েতে ২১ টি আসনের মধ্যে ১৯-টিতে জিতে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস, প্রধান নির্বাচিত হয়েছেন লতা বাউরি, উপপ্রধান সুকুমার ব্যানার্জি, দুবড়া গ্রাম পঞ্চায়েতে ২১ টি আসনের মধ্যে ১৬ টিতে জয়লাভ করে তৃণমূল ও পরে দুজন পঞ্চায়েত সদস্য যোগদান করে তৃণমূলে মোট ১৮ জন সদস্য নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল, প্রধান নির্বাচিত হয়েছেন দলের সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা মুখ নাসিবা পারবীন ও উপপ্রধান ধরমদাস রাজোয়াড়, ভাউরিডি গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন, ভক্তিপদ মাহাতো ও উপপ্রধান বিকাশ মাঝি, বোর্ড গঠন পর্ব শেষে অনাড়া অঞ্চল তৃণমূল সভাপতি যোগেশ্বর বাউরি বলেন মুখ্যমন্ত্রীর একাধিক উন্নয়ন মূলক প্রকল্প দেখে মানুষ আমাদের ভোট দিয়েছেন, মানুষের জয় হয়েছে। দুয়ারে সরকারের মতন অনাড়া গ্রাম পঞ্চায়েতের জন পরিষেবা ও উন্নয়ন আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো।
পাড়া ব্লকের ৩ টি পঞ্চায়েত বোর্ড গঠন তৃণমূলের
বৃহস্পতিবার,১০/০৮/২০২৩
342

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: