নির্দলের সমর্থনে বোর্ড তৃণমূলের দখলে


শুক্রবার,১১/০৮/২০২৩
531

অনেক টালবাহানার পর অবশেষে রানাঘাট এক নম্বর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে কার্যত অগ্রাহ্য করে তিনজন নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে বোর্ড গঠন করতে সক্ষম হলো তৃণমূল। ভোট গঠনের দুদিন আগে গ্রেফতার করা হয় এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল থেকে বহিষ্কৃত জয়ী নির্দল প্রার্থী গোপাল ঘোষকে। অবশেষে হাইকোর্টের নির্দেশে আজ রানাঘাট থানা থেকে হবিবপুর গ্রাম পঞ্চায়েতে এসে বোর্ড গঠনে অংশ নেয় গোপাল ঘোষ। বোর্ড গঠন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি তৃণমূলেই ছিলাম তৃণমূলেই আছি। এরই পাশাপাশি বোর্ড গঠনে অস্বচ্ছতার অভিযোগ তুলে সভা থেকে ওয়াক আউট করে বিজেপি জয়ী প্রার্থীরা। তারা হুঁশিয়ারি দেয় এ বিষয়ে তারা হাইকোর্টে মামলা করবে। বোর্ড গঠন নিয়ে তার বক্তব্য পেশ করেছেন হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাস।
মোট ২২ তৃণমূল ১১ বিজেপি ৮ নির্দল ৩
আজ তৃণমূলকে সমর্থন ৩ জন নির্দল এর জয়ী প্রার্থীর।
হবিবপুর গ্রাম পঞ্চায়েত ১৪—৮ ব্যবধানে জয়ী তৃণমূল। তৃণমূল থেকে বহিষ্কৃত তিন জন জয়ী নির্দল প্রার্থীর তৃণমূলের পক্ষে ভোট।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট