স্বাধীনতা দিবসের 77 বছর পূর্তি, উদযাপন সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্রে উপ-নগরিতে


মঙ্গলবার,১৫/০৮/২০২৩
761

সোমনাথ গোপ:- ছিয়াত্তর পেরিয়ে সাতাত্তরে পা, তাই এদিন সকাল থেকে ভারতের স্বাধীনতা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় আজ পালিত হলো সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্রে উপ-নগরি জুড়ে, স্বাধীনতা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের অফিসে পাতাকা উত্তোলন করা হয়, পাতাকা উত্তোলন করেন আই,এন,টি,টি,ইউ,সি সাঁওতালডি ইউনিট সাধারণ সম্পাদক অনুপ কুমার সরকার, সাথে উপস্থিত ছিলেন আক্রাম আলী আনসারী, মূর্তুজ আনসারী, মিলন কুমার সরকার সহ সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা, এছাড়াও সাঁওতালডি সুপার মার্কেট কো অপারেটিভ, তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী ইউনিয়ন, অফিসার্স ক্লাব, জিএম বিল্ডিং, সহ বিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ এর অন্তর্গত সমস্ত ইস্কুল গুলিতে গর্বের সম্মানের স্বাধীনতা দিবস পালন করা হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট