বাংলাকে বিশ্বের মঞ্চে নিয়ে যাবে কন্যাশ্রীরা : মমতা


মঙ্গলবার,১৫/০৮/২০২৩
601

কেন্দ্রীয় সরকার ধমকে চমকে বিভিন্ন রাজ্যগুলিকে মুখ বন্ধ করাতে চাইছে। গা-জোয়ারি মনোভাব নিয়ে চলতে চাইছে। নিজেদের মত চাপিয়ে দিতে চাইছে অন্য রাজ্যগুলিকে। যারা রাজি হচ্ছে না তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে। ধমকে চমকে সেইসব রাজ্যের মুখ বন্ধ করতে চেষ্টা চালাচ্ছে। কেন্দ্র সরকার যতই চেষ্টা করুক বাংলাকে ধমকে চমকে আটকে রাখতে পারবে না। কন্যাশ্রীর মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে বিশ্বের মঞ্চে নিয়ে যাবে কন্যাশ্রীরা। কন্যাশ্রী দিবসের ১০ বছর পূর্তিতে সোমবার, ধনধান্যে স্টেডিয়ামের অনুষ্ঠানে আশাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে ধমকে চমকে আটকে রাখা যাবে না। বিশ্ব জয় করবে বাংলার সংস্কৃতি-মেধা। এদিন, বিভিন্ন ক্ষেত্রে কৃতী কন্যাশ্রীদের হাতে শংসাপত্র ও উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। নিজের লেখা দুটি কবিতা পাঠ করেন। বলেন, এই কবিতা ভবিষ্যতে ছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে। সিঙ্গুর আন্দোলনের সময় অনশনে থাকা অবস্থায় লেখা কবিতা শোনান মমতা। আর একটি কবিতা ‘আমার ঠিকানা’ পাঠ করেন তিনি। জানান, কন্যাশ্রীর লোগো থেকে থিম সং সবই তাঁর রচনা।

বিশ্বের তাবড় দেশকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প কন্যাশ্রী। নেদারল্যান্ডে সেই পুরস্কার আনতে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই অভিজ্ঞতার কথাও এদিন শোনান তিনি। একই সঙ্গে জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষায় ঋণ পেতে আর সমস্যা নেই পড়ুয়াদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট