যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার রানাঘাটের মামা বাড়িতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এদিন দুপুর দুটো নাগাদ মৃত পড়ুয়ার মামা বাড়িতে আসেন তিনি। প্রায় ঘন্টাখানেক সেখানে থেকে পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি এবং যাদবপুরের বাম শিক্ষক সংগঠনকে একযোগে আক্রমণ করেন তিনি। পাশাপাশি এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন দেবাংশু ভট্টাচার্য, তার দাবি, যারা গ্রেপ্তার হয়েছে তারা যাতে কোনো রকম ছাড়ো না পায়, কারণ এরা সমাজের ক্ষতিকারক। তাদের যাতে কঠিন শাস্তি হয় নিশ্চয় আদালত সেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তৃণমূলের পক্ষ থেকে পরিবারের পাশে আগেও ছিলাম এখনো আছি।
মৃত পড়ুয়ার রানাঘাটের মামা বাড়িতে হটাৎ কেন দেবাংশু ?
শনিবার,২৬/০৮/২০২৩
315

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: