যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদ্বীপের মৃত্যুর পর অবশেষে কর্তৃপক্ষ নজরে এলো ক্যাম্পাসের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা মদের বোতল। বিশেষ অভিযান চালিয়ে যাদবপুর ক্যাম্পাস থেকে উদ্ধার প্রায় ৫০০ মদের বোতল। এ বিষয়ে উপাচার্য বলেন, তাহলেই বুঝুন কতটা নজরদারির প্রয়োজন। একটি সরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে সিসি ক্যামেরা বসানোর জন্য। খুব শিগগিরই বসে যাবে। এরই সাথে শুরু হয়ে যাবে নজরদারির বিষয়টিও। পাশাপাশি তিনি জানান ইসরোর প্রতিনিধিরা আসবেন বলেছেন।
বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা মদের বোতল
শনিবার,২৬/০৮/২০২৩
2646

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: