বলিউডে পা রাখছেন ইব্রাহিম আলী খান


রবিবার,২৭/০৮/২০২৩
190

বলিউড চলচ্চিত্র জগতে চার প্রতিষ্ঠিত খানের এক খান হলেন সাইফ আলী খান। তিনি বলিউডের প্রতিষ্ঠিত তারকা অভিনেতা। তার মেয়ে সারা আলী খান বলিউডে অভিনয় শুরু করেছেন বেশ আগেই। এবার তার বড় ছেলে ইব্রাহিম আলী খানও বলিউডে পা রাখছেন। তার অভিষেক হচ্ছে প্রখ্যাত প্রযোজক ও নির্মাতা করণ জোহরের হাত ধরে। আর ইব্রাহিমের অভিষেক ঘটবে প্রখ্যাত অভিনেত্রী কাজলকে সঙ্গে নিয়ে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ইব্রাহিম – কাজল ‘সরজমিন’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন। এই ছবিতে তথাকথিত কোনো নায়িকা চরিত্র নেই বলে জানানো হয়েছে। কাজল অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এটি পরিচালনা করছেন বোমন ইরানির ছেলে কায়োজ ইরানি। করণ জোহর জানিয়েছেন, ইব্রাহিম খুব শিশুসুলভ। ওভারস্মার্ট নন, তবে বুদ্ধিমান। সামনে থেকে দেখলে মনে হয় ২০ বছর আগের সাইফ এসেছে। ইব্রাহিম একেবারে বাবার কার্বন কপি।

উল্লেখ্য, আগে থেকেই স্টারকিড হিসাবে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ইব্রাহিম আলী খান। শুধু কাজ নিয়ে নয়, খবরে থাকেন প্রেমচর্চা নিয়েও। অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে তার প্রেম রয়েছে বলেও জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট