পুর নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস পাঠাল ইডি। ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ, খবর ইডি সূত্রে। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি ও ডি পদে ১৬ জনের নিয়োগ করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সেই নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে ইডি নোটিস পাঠিয়েছে। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান ছিলেন তৃণমূলের মীরা হালদার। তাঁর দাবি, সব কিছু নিয়ম মেনে হয়েছিল, নিয়োগে কোনওরকম দুর্নীতি হয়নি। ইডি যা যা চেয়েছে, সেই প্রয়োজনীয় তথ্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাসকে এমনটা সূত্রের খবর।
ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস পাঠাল ED
বুধবার,৩০/০৮/২০২৩
358

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: