কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লি অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে জগদ্দল বিধানসভার শ্যামনগরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় শ্যামনগর বাসুদেবপুর মোড় থেকে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ও হাতে মোমবাতি নিয়ে ধিক্কার মিছিল শুরু হয়। ফিডার রোড ধরে সেই মিছিল শ্যামনগর সরকার সুইটস মোড়ে শেষ হয়। মিছিলে হাজির ছিলেন ব্যারাকপুর ব্লক-১ তৃণমূল সভাপতি দীপক লাহিড়ি, কাউগাছি-১ ও ২ পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান যথাক্রমে বিশু চক্রবর্তী ও শর্মিষ্ঠা দাস, পঞ্চায়েত সদস্য সঞ্জয় ঘোষ, ভাটপাড়া পুরসভার কাউন্সিলর বিপ্লব মালো ও তাপস রায়, তৃণমূল নেতা রতন ধর, ছাত্র নেতা দেবব্রত কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে যোগ দিয়ে ব্লক সভাপতি দীপক লাহিড়ির হুঁশিয়ারি, দিল্লির পাল্টা বাংলাতেও হবে।
দিল্লির পাল্টা বাংলাতেও হবে, হুঙ্কার তৃণমূল নেতার
সোমবার,০২/১০/২০২৩
423