মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েল সফরে যাচ্ছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। যুদ্ধবিধ্বস্ত গাজায় সফর করার পাশাপাশি জর্ডনে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এই সফরে গিয়ে তিনি কি বার্তা দেন সেদিকে নজর বিশ্বের।
যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সামাজিক মাধ্যমে এই ইজরায়েল সফরে যাওয়ার কথা জানানো হয়েছে। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মাঝে শান্তির বার্তা নিয়ে এই সফর বলে মার্কিন প্রশাসন সূত্রে খবর। ইজরায়েলের প্রধানমন্ত্রী সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করতে চলেছেন। যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা কি ইজরাইলের পাশে থাকবে? কি বার্তা দেন তিনি, নজর রয়েছে গোটা বিশ্বের। ইতিমধ্যে দশ দিন পেরিয়ে গিয়েছে যুদ্ধের। ইজরায়েল-গাজার যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। হামলা পাল্টা হামলায় মৃত্যু ঘটছে বহু মানুষের। মৃত্যু মিছিলে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের অবস্থান স্পষ্ট করছে কে কার পাশে আছে। এরকম এক প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের ইজরায়েল সফর। যুদ্ধবিধ্বস্ত গাজায় সফর করার পাশাপাশি জর্ডনে যাওয়ার কথা রয়েছে তাঁর। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ওয়াশিংটন এবং ইজরায়েল গাজার সাহাযার্থে একটি পরিকল্পনা করার জন্য সম্মত হয়েছে। জো বাইডেনের এই সফরের পর সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানা যাচ্ছে। বুধবার জর্ডনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট মানবিকতার কথা বলবেন। সাক্ষাৎ করবেন নেতাদের সঙ্গে।
যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল সফর, গাজায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট
বুধবার,১৮/১০/২০২৩
1069

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: