মুম্বই-গোয়া জাতীয় সড়কে একটি সেতুর একাংশ আচমকা ভেঙে পড়ে। ভাগ্যের জোরে রেহায় পেয়েছেন পথ চলতি মানুষ। রক্ষা পেয়েছেন ওই ব্রিজের নিচে দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহন চালকেরা। বাণিজ্যনগরীর সঙ্গে গোয়ার সংযোগকারী এই সড়কে সেতু ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল।
আচমকা ভেঙে পড়ল মুম্বই-গোয়া জাতীয় সড়কে একটি সেতুর একাংশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভাগ্যের জোরে রেহায় পেয়েছেন পথ চলতি মানুষ। রক্ষা পেয়েছেন ওই ব্রিজের নিচে দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহন চালকেরা। কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মহারাষ্ট্রের চিপলুন শহরে মুম্বই-গোয়া জাতীয় সড়কের উপর একটি সেতুর নির্মাণ কাজ চলছিল।সেই নির্মাণ কাজ চলাকালীন হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। সেতুটির কাজ প্রায় শেষের মুখে। যানবাহন চলাচল কিছুদিনের মধ্যেই শুরু হওয়ার কথা ছিল। তার আগেই একাংশ আচমকা ভেঙে পড়ল। একটি ক্রেন সেতুতে কাজ করছিল। আচমকা সেতু ভেঙে পড়ায় ক্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সেতুর নীচে যা কিছু ছিল, তা-ও চাপা পড়ে গিয়েছে। ওই সেতুর নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন উঠছে। নিম্নমানের সামগ্রী দিয়ে এই সেতু নির্মাণ হচ্ছিল বলে অভিযোগ। পরিকল্পনা ভুল ছিল বলেও অভিযোগ উঠে এসেছে। সেই কারণেই সেতুটি নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই একাংশ ভেঙে পড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই সেতু ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, সেতুতে লোকজন কেউ না থাকলেও তার সামনের রাস্তায় যান চলাচল করছে। আচমকা দু’ভাগ হয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতু। সামনে যে গাড়ি ছিল, সেগুলিকে দ্রুত সেতু থেকে দূরে চালিয়ে নিয়ে যাওয়া হয়। মুম্বই-গোয়া জাতীয় সড়ক পশ্চিম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। বাণিজ্যনগরীর সঙ্গে গোয়ার সংযোগকারী এই সড়ক দিয়ে প্রতি দিন প্রচুর গাড়ি চলে। সেখানে এমন দুর্ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।
ভেঙে পড়ল সেতুর একাংশ, মুম্বই-গোয়া জাতীয় সড়কে বিপত্তি
বুধবার,১৮/১০/২০২৩
548