নতুন প্রজন্মকে ফের মাঠমুখী হওয়ার বার্তা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। শনিবার ভাটপাড়া সার্কেল ইন্টার প্রাইমারি স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাঁকিনাড়ার কাঁটাপুকুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে। কচিকাঁচাদের খেলাধূলায় উৎসাহিত করতে এদিন হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, ইদানিং নতুন প্রজন্ম মোবাইলে বুদ হয়ে পড়েছে। কিন্তু শারীরিক বিকাশের জন্য নতুন প্রজন্মকে মাঠমুখী হতে হবে। সাংসদ ছাড়াও ভাটপাড়া পুরসভার সিআইসি দেবজ্যোতি ঘোষ, নৈহাটি পুরসভার শিক্ষা দপ্তরের সিআইসি কানাই লাল আচার্য, ভাটপাড়া সার্কেলের এস আই অঞ্জনা বিশ্বাস, প্রাইমারি স্পোর্টস কমিটির উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির সদস্য বিজেশ প্রসাদ প্রমুখ।
নতুন প্রজন্মকে মাঠমুখী করার বার্তা সাংসদ অর্জুন সিংয়ের
সোমবার,২২/০১/২০২৪
5008