সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ অখিলভারত হিন্দু মহাসভার


শুক্রবার,০৯/০২/২০২৪
634

অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে এই বছর দক্ষিণ কলকাতার হরিদেবপুর বাসস্ট্যান্ডে আয়োজিত হতে চলেছে একটি সরস্বতী পুজো । পুজোর থিম অত্যন্ত অভিনব ও সাহসী “প্রেমেও আছি, রাজনীতিতেও আছি ।” প্রসঙ্গত উল্লেখ্য রাজনৈতিক সৌজন্যের বার্তা দিয়ে এই পূজায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । চন্দ্রচূড় বাবুর বক্তব্য ভালোবাসা বিষয়টি শুধুমাত্র একমুখী অর্থ বহন করেনা, প্রেম এই দুই অক্ষরের শব্দটির গভীরতা অনেক । আজ পৃথিবীতে এত হিংসা, বিদ্বেষ, ঘৃণা এবং জিঘাংসা বেড়ে গেছে তার প্রকৃত উপসম বা সমাধান হতে পারে একমাত্র প্রেম ভালোবাসা ও পারস্পরিক সম্মান । আর রাজনীতির ক্ষেত্রে মহাসভার বক্তব্য একজন সৎ নির্ভীক এবং নিরপেক্ষ রাজনীতিবিদই পারে দেশের শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান করতে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌজন্য ফিরিয়ে আনতে । তাই সমস্ত রাজনৈতিক দলগুলোর দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধার মত কাজ করা উচিৎ । অখিলভারত হিন্দুমহাসভা পূজা সংলগ্ন অঞ্চলের মন্ত্রী, এমএলএ, এমপি, কাউন্সিলর সহ সমস্ত জনপ্রতিনিধিদের সরস্বতী পূজায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে । লোকসভা নির্বাচনে মূলত তরুণ প্রজন্মকে আকর্ষণ করতেই যে হিন্দুমহাসভা এই রকম অভিনব পূজার থিম নির্বাচন করেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট