আন্তর্দেশীয় সাইবার অপরাধ: মিউল ব্যাঙ্ক আকাউন্ট ব্যবহার করে বেআইনি লেনদেন


মঙ্গলবার,২৯/১০/২০২৪
25

আন্তর্দেশীয় সাইবার অপরাধীদের বেআইনি কার্যকলাপের জন্য মিউল ব্যাঙ্ক আকাউন্ট বা নিষ্ক্রিয় আকাউন্টগুলির মাধ্যমে আচমকা লেনদেন শুরু করে বেআইনি অর্থ প্রবাহের বিষয়ে সতর্কতা জারি করেছে ভারতের সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গুজরাট ও অন্ধ্র প্রদেশ পুলিশের দেশব্যাপী অভিযানে এ ধরনের সন্দেহজনক লেনদেনের হদিশ পাওয়া গেছে।

এই প্রক্রিয়ায় সাইবার অপরাধীরা নিষ্ক্রিয় ব্যাঙ্ক আকাউন্টে হঠাৎ করে অর্থ লেনদেন শুরু করে, যার মাধ্যমে অপরাধমূলক অর্থ প্রেরণ ও গ্রহণ সম্ভব হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে কেন্দ্রীয় সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলির সহায়তায় আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাধারণ জনগণকে এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে এবং মিউল বা নিষ্ক্রিয় ব্যাঙ্ক আকাউন্টের মাধ্যমে হঠাৎ লেনদেনের ক্ষেত্রে তৎক্ষণাৎ ব্যাঙ্ক ও পুলিশের কাছে জানাতে বলা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট