দেওয়ালির বিশেষ মুহূর্তে শেয়ার বাজারে শুরু হচ্ছে ‘মুহুরত ট্রেডিং’: সম্বত ২০৮১র শুভ সূচনা


শুক্রবার,০১/১১/২০২৪
88

আজ জাতীয় শেয়ার বাজার (NSE) ও বম্বে শেয়ার বাজার (BSE) তাদের বার্ষিক ‘মুহুরত ট্রেডিং’ সেশন শুরু করবে, যা দেওয়ালির দিন বিনিয়োগকারীদের জন্য শুভ সময় বলে মনে করা হয়। এই বিশেষ সেশনের মধ্য দিয়ে নতুন সম্বত বছর ২০৮১র সূচনা হবে, যা হিন্দু পঞ্জিকা অনুযায়ী নতুন অর্থবর্ষের শুরু নির্দেশ করে।

জাতীয় শেয়ার বাজার জানিয়েছে, মুহুরত ট্রেডিং সেশনের প্রাক কেনাবেচা বিকেল পাঁচটা ৪৫ মিনিটে শুরু হবে এবং সন্ধে ছটায় শেষ হবে। এর পরের মূল কেনাবেচা চলবে সন্ধে ছটা থেকে রাত সাতটা পর্যন্ত। বিনিয়োগকারীরা এই সময়কে অত্যন্ত শুভ বলে মনে করেন, কারণ এটি নতুন বছরে সাফল্য ও সমৃদ্ধির প্রতীক।

‘মুহুরত ট্রেডিং’ কেবল ব্যবসায়িক দিক থেকে নয়, বরং ব্যক্তিগত ও সাংস্কৃতিক ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময়ে অনেকেই নতুন বিনিয়োগের সূচনা করেন, যা তাদের জন্য সফলতার প্রতীক হয়ে ওঠে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট