যাত্রীদের সুবিধায় ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সময়সীমা কমলো, এখন সর্বোচ্চ ৬০ দিনে


শুক্রবার,০১/১১/২০২৪
96

ভারতীয় রেল দূরপাল্লার এক্সপ্রেস এবং মেইল ট্রেনের জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আজ থেকে কার্যকর হয়েছে। আগে যেখানে যাত্রীরা ১২০ দিন আগে থেকে টিকিট বুক করতে পারতেন, এখন সেই সময়সীমা কমিয়ে সর্বোচ্চ ৬০ দিনে আনা হয়েছে। এর ফলে যাত্রীরা আরও সহজে কনফার্ম টিকিট পেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

রেলের মতে, নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে টিকিট বুকিংয়ের জন্য অপেক্ষাকৃত কম সময় থাকা যাত্রীদের সুবিধা হবে। এই পরিবর্তন বিশেষ করে যেসব যাত্রীরা আকস্মিকভাবে ভ্রমণের সিদ্ধান্ত নেন, তাদের জন্য সহায়ক হবে। রেল আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ৬০ দিনের মধ্যে টিকিট সংরক্ষণের সুযোগ দেওয়ায় অসংখ্য যাত্রী কনফার্ম টিকিট পাবেন, যা দীর্ঘদিন ধরে যাত্রীদের চাহিদা ছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট