শেখ হাসিনার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার শুভেচ্ছা


বুধবার,০৬/১১/২০২৪
166

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তার এই বিশাল জয়ের জন্য শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের গুণাবলী এবং মার্কিন জনগণের তার প্রতি গভীর আস্থার প্রতিফলন হিসেবে মন্তব্য করেন।

শেখ হাসিনা স্মরণ করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় তার সাথে বিভিন্ন সাক্ষাৎ ও আলোচনার মুহূর্তগুলি। তিনি উল্লেখ করেন, সেই সময় উভয় দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করা হয়েছিল। নতুন প্রেসিডেন্সির অধীনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একত্রে কাজ করবে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে সামনে রেখে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে।

তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট