চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে ভারতীয় দাবাড়ু অরবিন্দ চিথম্বরম এক উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছেন। তিনি বিশ্ব দাবার দ্বিতীয় স্থানে থাকা প্রতিভাবান দাবাড়ু অর্জুন এরিগাইসিকে পরাজিত করেছেন। অরবিন্দের এই জয় শুধু তার জন্যই নয়, বরং ভারতের দাবা সমর্থকদের জন্যও বিশেষ এক গর্বের মুহূর্ত।
তবে ষষ্ঠ রাউন্ডের শেষে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন অর্জুন এরিগাইসি এবং লেভন অ্যারোনিয়ান। তাদের দুজনের’ই সংগ্রহে রয়েছে চার পয়েন্ট, ফলে তারা এখন যুগ্মভাবে প্রতিযোগিতায় প্রথম স্থানে অবস্থান করছেন।
এই প্রতিযোগিতা আন্তর্জাতিক দাবার গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর একটি, যেখানে বিশ্বের সেরা দাবাড়ুরা অংশগ্রহণ করছেন। অরবিন্দের এই জয় তাকে পরবর্তী রাউন্ডগুলোতে আরও আত্মবিশ্বাসী করবে বলে ধারণা করা হচ্ছে। চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সের বাকী রাউন্ডগুলোতেও এমনই চমকপ্রদ খেলার প্রত্যাশা করছেন দাবা প্রেমীরা।
এই প্রতিযোগিতায় কে চূড়ান্ত জয়লাভ করবে তা জানার জন্যই অপেক্ষা করছে গোটা বিশ্ব।