বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল সম্প্রসারিত হয়েছে। আরও তিনজন উপদেষ্টা এই পরিষদে সামিল হওয়ায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা হল ২৪। ঢাকার বঙ্গ ভবনের দরবার হলে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, মুখ্য উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁকে অবহিত করেন।