২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে


বুধবার,১৩/১১/২০২৪
149

মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ লোকসভা আসনে উপনির্বাচনেও ভোটগ্রহণ করা হবে। প্রচার পর্ব শেষ হতে বাকি মাত্র ৬দিন। ক্ষমতাসীন মহায়ুতি এবং বিরোধী মহাবিকাশ আগাড়ি দুপক্ষই মিটিং, মিছিল, পথসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন।

প্রবীন BJP নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতসন্ধ্যায় পুনেতে মহায়ুতি প্রার্থীদের সমর্থনে এক র‍্যালীতে অংশ নেন। তিনি বলেন, আগামীদিনে পুনের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো হবে। মধ্যবিত্ত সম্প্রদায়কে দেশের মেরুদন্ড হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এঁদের অবদানের ওপর ভিত্তি করেই দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে। বেড়েছে বিদেশী বিনিয়োগের পরিমাণ। এর আগে শ্রী মোদী, চন্দ্রপুর জেলার চিমুর এবং শোলাপুরে প্রচার সারেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ঘাটকোপার পূর্ব, আর এক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি লাতুন, বীড়, জালনা ও নাগপুরে প্রচার চালান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রিশোদ, অমরাবতী, গুলধানা ও জলগাঁও এবং উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শ্রীরামপুর ও আহমেদনগর জেলায় নির্বাচনী সভায় অংশ নেন।

লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী গোন্দিয়ায় আজ প্রচারে যোগ দিয়ে, কেন্দ্রের সমালোচনা করে বলেন, সরকার দরিদ্র, সাধারণ মানুষ এবং কৃষকদের বিষয়ে সংবেদনশীল নয়। মহাবিকাশ আগাড়ি জোট ক্ষমতায় এলে ৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এনসিপি প্রধান শরদ পাওয়ার নাসিক, দলের সাংসদ সুপ্রিয়া সুলে আলাপল্লী, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আউসা ও উমারগাতে প্রচার কর্মসূচীতে অংশ নেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট