দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি


বৃহস্পতিবার,১৪/১১/২০২৪
196

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি কর্মী-সমর্থকরা দাবি করেন যে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং তারা দ্রুত তদন্ত ও স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবিতে সরব হন।

বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকরা, যেখানে পুলিশও তাদের আটকে রাখার চেষ্টা করে। এতে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে প্রবেশের চেষ্টা করেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে, বিক্ষোভে অংশগ্রহণকারী মহিলারা ক্ষোভ প্রকাশ করেন এবং আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট