‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ


বৃহস্পতিবার,১৪/১১/২০২৪
199

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে জমা হওয়ার অভিযোগ ওঠার পর কলকাতা পুলিশ বিশদ তদন্তে নামে। ইতোমধ্যে, কলকাতা পুলিশ একটি ১০ সদস্যের তদন্তকারী দল—স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)—গঠন করেছে।

এই অভিযোগের তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার বহু স্কুল। অভিযোগকারীদের দাবি, ট্যাব কেনার জন্য পাঠানো অর্থ কিছু রহস্যজনক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে, ফলে শিক্ষার্থীরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

এই দুর্নীতির সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে পাঁচজনকে মালদা থেকে ধরা হয়েছে। সিট এখন খতিয়ে দেখছে কিভাবে এবং কারা এই ষড়যন্ত্রে যুক্ত আছে, এবং প্রকল্পের অর্থ কীভাবে অন্য অ্যাকাউন্টে চলে গেল।

কলকাতা পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা নির্ণয় ও প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্তে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট