প্রয়াগ গোষ্ঠির চিট ফান্ড কেলেঙ্কারি: ইডি গ্রেফতার করল দুই অধিকর্তাকে


বুধবার,২৭/১১/২০২৪
73

চিট ফান্ড কেলেঙ্কারির একটি গুরুত্বপূর্ণ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আজ প্রয়াগ গোষ্ঠির দুই শীর্ষ অধিকর্তা বাসুদেব বাগচী ও তার পুত্র অভীক বাগচীকে গ্রেফতার করেছে। দীর্ঘ তদন্ত ও তল্লাশির পর, গতকাল ভোর থেকে শুরু করে রাতভর অভিযান চালিয়ে আজ সকালে তাদের আটক করা হয়।

তল্লাশির বিবরণ

ইডি কলকাতা ও তার আশপাশে প্রয়াগ গোষ্ঠির একাধিক জায়গায় অভিযান চালায়।

  • নিউ আলিপুর: বাসুদেব বাগচী ও অভীক বাগচীর ফ্ল্যাটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
  • বেহালা, জোকা, পাটুলি: বেশ কয়েকটি জায়গায় তল্লাশি।
  • জোকায় রিসর্ট ও হোটেল: প্রয়াগ গোষ্ঠির নিয়ন্ত্রণাধীন একাধিক সম্পত্তিতে অনুসন্ধান।
  • অফিসে তল্লাশি: সংস্থার বিভিন্ন অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত।

গ্রেফতার ও পরবর্তী পদক্ষেপ

গ্রেফতার হওয়া বাসুদেব ও অভীক বাগচীকে ইডি এখন জিজ্ঞাসাবাদ করছে। তাদের থেকে পাওয়া তথ্য আরও অভিযানের পথ খুলে দিতে পারে বলে ধারণা।

চিট ফান্ড কেলেঙ্কারির পটভূমি

প্রয়াগ গোষ্ঠি দীর্ঘদিন ধরে আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত। লক্ষ লক্ষ মানুষকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহের পর সংস্থাটি তা ফেরত দিতে ব্যর্থ হয়। এই মামলায় ইডি ইতিমধ্যেই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে।

সাম্প্রতিক উদ্ধার

ইডি জানিয়েছে, উদ্ধার হওয়া নথি থেকে প্রয়াগ গোষ্ঠির আর্থিক প্রতারণার আরও বহু প্রমাণ মিলেছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই কেলেঙ্কারির পেছনের আরও চক্রান্ত ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেসের পরবর্তী উন্নতির জন্য নজর থাকবে ইডি ও অন্যান্য সংস্থার উপর। এই চিট ফান্ড কেলেঙ্কারির শিকার মানুষদের জন্য এটা বড় পদক্ষেপ বলে ধরা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট