ট্যাব জালিয়াতি কাণ্ডে গ্রাহক সেবা কেন্দ্রের মালিক গ্রেফতার


শুক্রবার,২৯/১১/২০২৪
44

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ট্যাব জালিয়াতি কাণ্ডে এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। বৈষ্ণবনগর, মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক মনোজ চৌধুরীকে

জালিয়াতির সূত্রপাত এবং তদন্ত:

  • ধৃত মনোজ চৌধুরীর দোকান থেকে পুলিশ বেশ কয়েকটি পেনড্রাইভ এবং নথিপত্র বাজেয়াপ্ত করেছে।
  • সাইবার ক্রাইম বিভাগ জানিয়েছে, ট্যাব জালিয়াতি কাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
  • এর আগে বৈষ্ণবনগর থানা এলাকায় এই মামলায় সাতজন গ্রেফতার হয়েছে।

আইনি প্রক্রিয়া:

  • গতকাল মনোজ চৌধীকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
  • আদালত তাঁকে পাঁচ দিনের ট্রানজিট রিম্যান্ড মঞ্জুর করেছে।

এই ঘটনার মাধ্যমে সাইবার অপরাধ দমনে শিলিগুড়ি পুলিশের সক্রিয়তা প্রমাণিত। জালিয়াতি চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

#CyberCrime #FraudCase #SiliguriPolice #MaldaNews

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট