প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ আজ মস্কোতে সামরিক ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের ২১তম বৈঠকের বসবেন। দুই নেতা সামরিক ও শিল্প সহযোগিতা সহ প্রতিরক্ষা ক্ষেত্রে দু দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন।
রাজনাথ সিং মস্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও কথাবার্তা বলবেন।
গতকাল, ভারতীয় নৌবাহিনীর জন্য স্টিলথ মিসাইল ফ্রিগেট, আই এন এস তুশিলকে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্টার শিপইয়ার্ডে তুলে দেওয়া হয়। রাজনাথ সিং এই যুদ্ধজাহাজটিকে ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তির ক্রমবর্ধমান প্রমাণ এবং দু দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে বর্ণনা করেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত অভিযানে রাশিয়ার সমর্থন দুই দেশের মধ্যে গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটায়।
তিনদিনের সফরে প্রতিরক্ষামন্ত্রী রবিবার থেকে রাশিয়া রয়েছেন।
Auto Amazon Links: No products found.