সীমান্তরক্ষী বাহিনী -বিএসএফ পাকিস্তান থেকে পঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। একজন অনুপ্রবেশকারী মারা পড়েছে।
বিএসএফ সূত্রে খবর, অমৃতসর জেলার মহাওয়া গ্রামের নিকটবর্তী সীমান্ত এলাকায় অন্ধকারের সুযোগ নিয়ে গোপনে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে সীমান্তের বেড়ার দিকে ঐ ব্যক্তি এগোতে শুরু করলে তাঁকে বারবার সাবধান করা হয়। এরপরই বিএসএফ গুলি চালায়। অনুপ্রবেশকারীর মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
Auto Amazon Links: No products found.