রিঙ্কু সিং: মাঠের কোণ থেকে তারকার যাত্রা


শুক্রবার,০৪/০৪/২০২৫
81

২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তখন অনেকেই ভাবেননি, এই শান্ত স্বভাবের যুবক একদিন দলের স্তম্ভ হয়ে উঠবেন। শুরুতে খেলায় নিয়মিত সুযোগ না পেলেও, রিঙ্কু কখনও হতাশ হননি। দলের জার্সি গায়ে ফেলে শুধু ফিল্ডিং করেও নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি। তাঁর ফিটনেস, ক্ষিপ্রতা আর দলের প্রতি দায়বদ্ধতা তখনই নজর কাড়ে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে দৃশ্যপট। ২০২৩ সাল রিঙ্কুর কেরিয়ারের মোড় ঘোরানো বছর। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে লাগাতার পাঁচটি ছক্কা মেরে এক অসম্ভব ম্যাচে দলকে জেতান তিনি। সেই ইনিংসের পর কেবল কেকেআরের নয়, গোটা ক্রিকেট বিশ্বের নজর পড়ে তাঁর উপর। নিয়মিত সুযোগ পেতে শুরু করেন দলে। এমনকি তাঁর পারফরম্যান্স ভারতীয় জাতীয় দলের দরজাও খুলে দেয়।

এ বারের আইপিএল নিলামের আগে কেকেআর বুঝিয়ে দেয়, তারা রিঙ্কুকে আর হারাতে চায় না। ১৩ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। এক সময় যে খেলোয়াড় শুধু ফিল্ডিং করতেন, আজ তিনি দলের অন্যতম ভরসা, তারকা এবং কোটি টাকার সম্পদ।

রিঙ্কু সিং-এর এই উত্থান শুধু ক্রিকেট নয়, জীবনের পাঠও শেখায়—সময়, ধৈর্য আর কঠোর পরিশ্রম সব কিছুরই প্রতিদান দেয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট