আজকালকার চিপসগুলোতে এমন পরিমাণ টেস্টিং সল্ট আর কৃত্রিম মশলা থাকে, যা খাওয়ার পর বড় মানুষেরই জিভ জ্বলে যায়, মুখে ঘরের খাবারের স্বাদই লাগে না!
আমি নিজে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে পুরো একটা চিপস খেতে পারিনি—পেট ভার, অস্বস্তি, মুখে কোনো খাবারের স্বাদই থাকলো না।
তাহলে সেই চিপস আমরা ১ বছরের বাচ্চার হাতে তুলে দিচ্ছি কোন যুক্তিতে?
“ভালোবাসা” দেখাতে গিয়ে কি আমরা আসলে বিষ দিচ্ছি না?
গ্রামে আমার চোখের সামনে ১০ মাস বয়সী শিশুর হাতে চিপসের প্যাকেট—আর শহরে তো প্রায়ই দেখি শিশুরা মুখে চিপস দিয়ে বসে, আর মা-বাবা চিন্তিত মুখে পাশে বসে আছেন।
কিন্তু প্রশ্ন হলো, এই চিন্তা কবে কাজে লাগবে?
চিপস খাওয়ানোর ফল:
❌ ঘরের খাবারে অনীহা
❌ জিভের স্বাদ নষ্ট
❌ হজমের সমস্যা
❌ ছোট বয়সেই junk food addiction
❌ ব্রেইন ডেভেলপমেন্টে বাধা
আজকের সচেতন মা-বাবারা অনেক কিছু জানেন, বোঝেন।
তবুও পরিবার বা আত্মীয়রা বলে বসেন—
“এ তো একটা ছোট প্যাকেট চিপসই, এতে আবার কী!”
আর এখানেই শুরু হয় ধ্বংসের সূচনা…
🙏 মা-বাবা ও সমাজের সবাইকে অনুরোধ:
শিশুদের ভালোবাসুন—কিন্তু সেটা যেন হয় পুষ্টির মাধ্যমে, বিষ নয়।
📣 এই পোস্টটি শেয়ার করুন—হয়তো একজন মা/বাবার চোখ খুলে যাবে।
Auto Amazon Links: No products found.