কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি যে জঙ্গি হামলা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর এক ছবি সামনে এনেছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে প্রকাশিত এই ছবিতে এক হামলাকারী জঙ্গিকে দেখা গিয়েছে—যদিও তার মুখ স্পষ্ট নয়, কারণ ছবিটি পিছন থেকে তোলা হয়েছে।
তবে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়েছে, তা হল জঙ্গিটির হাতে থাকা একে-৪৭ বন্দুক। এই অস্ত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, হামলা ছিল সুপরিকল্পিত এবং সংগঠিত।
ছবিটি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর। নানান মহল থেকে প্রশ্ন উঠছে, কীভাবে জঙ্গিরা সেনা নজরদারির মধ্যে দিয়েও হামলা চালাতে পারল? পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ছবিটি তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে। যদিও এখনই পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না এই ব্যক্তি হামলার সঙ্গে সরাসরি যুক্ত কি না, তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছবির গুরুত্ব অপরিসীম।
এই মুহূর্তে গোটা প্রশাসন ও গোয়েন্দা মহল ছবিটি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। কবে, কোথায়, কে এই ছবি তুলেছে, তাও জানার চেষ্টা চলছে।
কাশ্মীর উপত্যকায় উত্তেজনা বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনার তদন্তের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ।
আরও আপডেটের জন্য চোখ রাখুন।
Auto Amazon Links: No products found.