পুলিশ ও সেনার পোশাকে হঠাৎ হামলা, পহেলগাঁওয়ে পাক জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, তদন্তে নেমেছে নিরাপত্তাবাহিনী


বুধবার,২৩/০৪/২০২৫
133

কাশ্মীর: ফের উত্তপ্ত পহেলগাঁও। সম্প্রতি ঘটে যাওয়া এক আকস্মিক হামলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়। জানা গিয়েছে, হামলাকারীরা পুলিশের ও সেনার পোশাক পরে আচমকাই আক্রমণ চালায়। সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনী—দুই তরফেই ছড়ায় আতঙ্ক।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

গোয়েন্দা সূত্রে খবর, দিন কয়েক আগেই ৫-৬ জন পাক জঙ্গির একটি দল অনুপ্রবেশ করেছিল পহেলগাঁওয়ে। তাদের গতিবিধি সম্পর্কে কিছু তথ্য আগেই পাওয়া গিয়েছিল, তবে এত দ্রুত ও এমন কৌশলীভাবে তারা হামলা চালাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

জঙ্গিরা পোশাকের আড়ালে নিজেদের পরিচয় গোপন রেখে আচমকা হামলা চালিয়ে দ্রুত এলাকা ছাড়ে বলে জানা গিয়েছে। এই ‘ডিসগাইজড অ্যাটাক’ নতুন করে প্রশ্ন তুলেছে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

বর্তমানে গোটা অঞ্চল ঘিরে রেখেছে সেনা ও পুলিশ। চলছে তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে হামলাকারীদের শনাক্ত করার জন্য।

উল্লেখ্য, কিছুদিন আগেই এই অঞ্চলে এক জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছিল, যার হাতে ছিল একে-৪৭ বন্দুক। তখন থেকেই সতর্কতা জারি ছিল, কিন্তু এবার পোশাকের ছদ্মবেশে এই হামলা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে গোটা দেশ।

আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট