নিউজিল্যান্ড কোয়াটার ফাইনালে


শনিবার,২১/০৩/২০১৫
568

খবরইন্ডিয়াঅনলাইনঃ ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে চতুর্থ এবং শেষ কোয়াটার ফাইনালে ১৪৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। চতুথ দল হিসেবে সেমিফাইনালে উঠলেন। ৩৯৪ রান করেন নিউজিল্যান্ড। সেই রানকে সামনে রেখে মাত্র ১২০ রানে ৫টি উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একাই ঝড় তুলেছিলেন ক্রিস গেইল কিন্তু দলের টপ এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হন। তারপরে একে একে আউট হয়ে ফিরে যান। একদম শেষ মুহূতে হোল্ডার ৪২ রান করে ২৬ বলে। ২৫০ রানে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায়। ২০১৫ সালে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে নামেন, ওপেনার গাপটিলের ডাবল সেঞ্চুরি করেন ৩৯৩ রান এইটা বিশ্বরেকর্ড। এর আগে ক্রিস গেইল প্রথম ডাবল সেঞ্চুরি করেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট