প্রত্যন্ত সুন্দরবনের চুনাখালীতে সম্প্রতি দিবস পালন 


সোমবার,২৭/০৮/২০১৮
479

বাংলা এক্সপ্রেস---

সুন্দরবন: সাড়ম্বরে পালিত হল সম্প্রতি দিবস – মৈত্রীর বন্ধন রাখী উৎসব। রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের চুনাখালী গ্রাম পঞ্চায়েতের চুনাখালী বাসস্ট্যান্ডে এদিনের উৎসবের সূচনা করেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মৌলুদ ঘরামী,অমৃত সরকার ও নরেশ নস্কর।অমৃত বাবু তাঁর স্বাগত ভাষণে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকের সম্প্রতি দিবসে মা মাটি মানুষের সরকারের বিভিন্ন উন্নয়ন ও বহুমুখী পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা করেন। অন্যদিকে সমাজসেবী মৌলুদ ঘরামী চুনাখালীর ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।  তিনি বলেন যে কোন মূল্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সচেষ্ট থাকবো।

অনুষ্ঠানের উদ্বোধক বিধায়ক জয়ন্ত নস্কর তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী ও সরকারের উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নের অনেক পরিসংখ্যান তুলে ধরেন। এবং চুনাখালী ও চড়াবিদ্যা রাস্তার জন্য অনেক আগেই সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছেন। দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে তিনি পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের বিমাতৃসুলভ মানসিকতার জন্য এই এলাকায় কোন উন্নয়ন করেনি। তিনি আরও বলেন দ্রুত এই রাস্তার কাজ শুরু করা হবে। সেই সঙ্গে তিনি সবাইকে শাস্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেন।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরবিন্দ মান্না, আব্দুল মান্নান গাজী, দুলাল মাহাতো, তপু মাহাতো, অরুণ মন্ডল এবং দেবাশীষ বৈরাগী,অচিন্ত্য হাউলি,কালিপদ সরদার, অতুল নস্কর সহ বিশিষ্টরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট