জাতীয় নাগরিক পঞ্জিকরনের নামে সাধারণ মানুষকে হয়রানি থামাতে সম্প্রীতি সুরক্ষা মঞ্চের প্রতিবাদসভা


সোমবার,২৭/০৮/২০১৮
344

বাংলা এক্সপ্রেস---

বহরমপুর : জাতীয় নাগরিক পঞ্জিকরনের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার আবেদন জানিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন সম্প্রীতি সুরক্ষা মঞ্চের পক্ষে আরবার হোসোন।

জাতীয় নাগরিক পঞ্জিকরনের নামে সাধারণ মানুষকে হয়রানি প্রত্যাহারের দাবীতে এবং আসাম থেকে চল্লিশ লক্ষাধিক বাঙালিকে (হিন্দু ও মুসলমান) ফ্যাসিবাদী কায়দায় নাগরিকত্ব থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে রুখে দাঁড়াতে রবিবার মুর্শিদাবদের বহরমপুর গ্রান্টহলে ‘প্রতিবাদ সভা’র আয়োজন করেছিল “সম্প্রীতি সুরক্ষা মঞ্চ।”
বহরমপুর গ্রান্টহলে এই সভায় বহু বিশিষ্ট বক্তাদের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে দেখার মতো। বহু শ্রোতা এসেছিলেন এই প্রতিবাদ সভায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট