বিজেপির ডাকা বন্ধে ব‍্যাপক প্রভাব পড়েছে হাওড়া গ্ৰামীণ এলাকাতে


বুধবার,২৬/০৯/২০১৮
450

আক্তারুল খাঁন---

হাওড়া: ইসলামপুরে ছাত্র হত‍্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে বিজেপি ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয়। তার ব‍্যাপক প্রভাব পড়েছে হাওড়া জেলার গ্ৰামীণ এলাকার আমতা,জয়পুর, উদয়নারায়নপুর সর্বত্র জায়গায়।সকাল ৬:৩০ মিনিট নাগাদ ফুলেশ্বর ও উলুবেড়িয়া ষ্টেশনে রেল অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। সকাল থেকেই গ্ৰাম থেকে শহর মুখি বেসরকারি একটিও বাস চলতে দেখা যায় নি। আমতা বাস ষ্ট্যান্ডে বেসরকারি বাসের দেখা মেলেনি।তবে সরকারি বাস দেখা মিললেও যাত্রীদের দেখা মেলেনি।আমতা থেকে ১৬ টি রুটের সমস্ত বাস বন্ধ।ফলে সাধারন মানুষ চরম দুর্ভোগে মধ্যে পড়েছেন।

উদয়নারায়নপুরের বাসিন্দা তন্ময় চক্রবর্তী জানান, মাকে নিয়ে বেরিয়েছি উলুবেড়িয়ায় ডাক্তার দেখাতে যাবো বলে। আমতায় এসে সকাল ছয়টা থেকে দাঁড়িয়ে আছি একটাও বাস পায়নি।কি করে যাবো ভেবে পাচ্ছিনা।তবে সকাল থেকেই মোড়ে মোড়ে পর্যাপ্ত পরিমাণে পুলিশের দেখা মিলছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট