দিন তিনেক অসুস্থ থাকার পর লড়াইয়ে জখম হওয়া দাঁতালের মৃত্যু


বুধবার,২৭/১১/২০১৯
669

পশ্চিম মেদিনীপুর :- দিন তিনেক অসুস্থ থাকার পর লড়াইয়ে জখম হওয়া দাঁতালের মৃত্যু হল মঙ্গলবার ভোরে। পশ্চিম মেদিনীপুর জেলার মৌপাল বিটের শুষনিখালির জঙ্গলে মৃত হাতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। প্রসঙ্গত মাসখানেক আগে এলাকার দখলকে কেন্দ্র করে পিড়াকাটা রেঞ্জের জামিরগোটের জঙ্গলে দুই দাঁতালের সংঘর্ষ বাধে । সে সময় দাঁত ভেঙে আহত হয় এক পূর্ণবয়স্ক(৩৫) দাঁতাল। অসুস্থ অবস্থায় দিন পাঁচেক ধরে আস্তানা গেড়েছিল শুষনিবাড়ির জঙ্গলে । অসুস্থতার খবর পেয়ে বনদপ্তর থেকে তৈরি করা হয়েছিল মেডিকেল টিম। মঙ্গলবার সকালে সেই মেডিকেল টিম হাতির চিকিৎসার জন্য জঙ্গলে পৌঁছানোর আগেই মৃত্যু হয় হাতিটির। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেদিনীপুরের ডিএফও সন্দিপ কুমার বেড়ওয়াল। হাতির মৃত্যুর কারন ময়নাতদন্তের পরেই নিশ্চিতভাবে বলা সম্ভব বলে দাবি বনদপ্তরের আধিকারিকের। অন্যদিকে হাতির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জঙ্গলবাসীর কাছে হাতি দেবতা রুপেই পুজিত হয়। তাই রীতি মেনে হাতির মৃত্যুর পর তাকে ফুল সিঁদুর দিয়ে পুজো করে গ্রামের মহিলারা॥

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট