অবিশ্বাস্য হলেও এটাই সত্যি মাত্র ১০টাকায় সার্জিক্যাল মাস্ক দেবে আইআইটি খড়গপুর


রবিবার,১৯/০৭/২০২০
715

পশ্চিম মেদিনীপুর:- খড়গপুর আইআইটি বাজারে আনতে চলেছে মাত্র ১০টাকায় সার্জিক্যাল মাস্ক।অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এমনটাই দাবি করেছেন আইআইটির একদল গবেষক যাঁরা ইতিমধ্যেই ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড স্টাডির কাজ শেষ করে ফেলেছেন।আ্যনিজিয়েন টেকনিক্যাল টেক্সটাইল’ নামক এই সদ্য গড়ে ওঠা উদ্যোগ এই উন্নত মানের ত্রিস্তরীয় সার্জিক্যাল মাস্ক (পি-৩) বানানোতে সফল হয়েছেন বলে জানা গেছে যা কিনা মাত্র ১০ টাকায় মানুষ হাতে পাবেন। আইআইটির বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্যোগ বা সায়েন্স এন্ড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ পার্ক বিভাগের(STEP) আওতায় একটি গবেষকদল এই কাজটি করেছেন বলে জানা গিয়েছে।আইআইটি খড়গপুর সূত্রে জানা গেছে ভারতের সেই সমস্ত মানুষ যাঁরা অর্থনৈতিক ভাবে প্রান্তিক অবস্থানে রয়েছেন তাঁদের মধ্যে বিশেষ করে যে অংশটি স্বাস্থ্য ব্যবস্থা, পরিচ্ছন্নতা ইত্যাদি নানা পেশায় নিযুক্ত এঁদের কথা ভেবেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল যা কিনা সফলতার সঙ্গেই উর্ত্তীর্ণ হয়েছে এখন এটিকে বাজার জাত করার জন্য উৎপাদন উপযোগী করে তোলার কাজ চলছে। লক্ষ্য এক মাসে এক লক্ষ মাস্ক উৎপাদন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট