“যশ’ মোকাবিলায় কঠোর পুরসভা


রবিবার,২৩/০৫/২০২১
388

কঠোর পুরসভা। বাতিল ছুটি। ‘যশ’ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে হবে সব বিভাগকেই। রবিবার শহরের বিভিন্ন পাম্পিং স্টেশনের কন্ট্রোলরুম পরিদর্শন করেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য তারক সিং। আর এই পরিদর্শনে গিয়ে কড়া মনোভাব নিলেন তিনি। কিছু কর্মীর অনুপস্থিতি নিয়ে জানালেন ক্ষোভ। নিলেন কড়া ব্যাবস্থা। নির্দেশ দিলেন দু’ঘন্টা অন্তর রিপোর্ট জমা দেওয়ার ও পাম্পিং স্টেশনের ভিডিয়ো গ্রাফির। যে সুপার সাইক্লোন তছনছ করে দিতে পারে মহানগরীকে তার মোকাবিলায় নবান্ন থেকে ছোট লালবাড়ি – প্রস্তুতি তুঙ্গে। প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই অধিক বৃষ্টিপাতের জেরে শহরবাসীকে যাতে বেশিক্ষণ জলমগ্ন থাকতে না হয় তা নিশ্চিত করতে তৎপর পুরসভা।

পুরসভার ৭৪ টি পাম্পিং স্টেশন একযোগে কাজ করবে।, চালু থাকবে ৩৮৯ টা পাম্প। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসাবে ভ্রাম্যমাণ পাম্পসেট রাখার পরিকল্পনা।

এই বড় বিপর্যয় থেকে নাগরিকদের জীবন সম্পত্তি কী ভাবে রক্ষা করা যায় তার সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিপর্যয় ঘটলে কত দ্রুত পরিষেবা স্বাভাবিক স্তরে নিয়ে যাওয়া যায় তার ব্যাবস্থা করা হচ্ছে। জানালেন তারক সিং।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট