কিছু রাজ্যে আরো সস্তা হলো ডিজেল , পেট্রল


শনিবার,০৬/১১/২০২১
626

কেন্দ্র জানিয়েছে, পেট্রোল ও ডিজেল-এর ওপর উৎপাদন শুল্ক কমানোর পর মোট ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এপর্যন্ত পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমিয়েছে। তবে, ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ওখনও পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট বা মূল্যযুক্ত কর কমায়নি। এগুলি হল, মহারাষ্ট্র, দিল্লী, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মেঘালয়, আন্দামান ও নিকোবর, ঝাড়খন্ড, ওড়িশা, ছত্তিশগড়, পাঞ্জাব ও রাজস্থান।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রশাসিত লাদাখে পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট সবথেকে বেশি কমানো হয়েছে। কেন্দ্র ইতোমধ্যেই পেট্রোলের ওপর ৫ এবং ডিজেলের ওপর ১০ টাকা উৎপাদন শুল্ক কমিয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট