পাকিস্তানের স্কুলে জঙ্গি হামলাকে ‘দুঃখজনক’ বলল আল কায়দা!

নয়াদিল্লি: এ যেন ভূতের মুখে রাম নাম!

শিশুমেধের নিন্দায় সরব হল আল-কায়দা। অবিশ্বাস্য হলেও সত্যি। পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে তেহরিক-ই-তালিবান (টিটিপি) পাকিস্তানের হামলাকে অত্যন্ত নিন্দনীয় বলে ব্যাখ্যা করল জঙ্গিগোষ্ঠী আল-কায়দা। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই হত্যালীলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)। আল-কায়দার এই গোষ্ঠী ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলেও উল্লেখ করেছে তারা।

উর্দুতে লেখা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সেইসব প্রতিষ্ঠানে হামলা করা অনুচিত। কারণ, সেখানে সাধারণ মানুষ থাকেন, এধরনের হামলায় তাঁরা নিহত হন। তারা জানিয়েছে, এই হামলা একেবারে ইসলাম-বিরোধী। একইসঙ্গে স্কুলে হামলা করার জন্য টিটিপি-র সমালোচনাও করেছে আল-কায়দা। তারা বলেছে, এই ভুল ওদের করা উচিত হয়নি। শুধু তাই নয়, একিউআইএস নিজেদের এই হামলা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। আবার, পাক তালিবানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পাক প্রশাসনের তুলোধনাও করতে ছাড়েনি তারা।

তবে, এই দুঃখপ্রকাশকে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা বলে উল্লেখ করছে বিশেষজ্ঞ মহল, তারা জানিয়েছে, হামলা-পরবর্তী অধ্যায়ে এখন পাক প্রশাসন জঙ্গিদের বিরুদ্ধে এখও পর্যন্ত কঠোরতম অবস্থান নেওয়ায় বিপাকে পড়েছে তালিবান, আল-কায়দা সহ সব জঙ্গি গোষ্ঠীগুলি। হামলার প্রতিশোধ হিসেবে এখন পাল্টা আঘাত দিতে শুরু করেছে পাকিস্তান প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে চলেছ হামলা। গত কয়েকদিনে পাক সামরিক বাহিনীর পাল্টা হামলায় শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। একইসঙ্গে ফাঁসি দেওয়া চলছে জেলে বন্দি থাকা জঙ্গিদের। ফলে, সবমিলিয়ে কানঠাসা অবস্থা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির। তাই এখন প্রত্যাঘাত এড়ানোর জন্য সমব্যথী হওয়ার ‘নাটক’ করছে তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার পেশোয়ারের সেনা-পরিচালিত স্কুলে পাক তালিবানের নারকীয় হামলায় ১৩২ জন খুদে পড়ুয়া সমেত মারা যায় ১৪১ জন. এই হামলার পর অভ্যন্তরীণ চাপে পড়ে পাক সরকার। প্রশাসনের বিরু্দ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে. এরপরই, জঙ্গিদের খতম করার ডাক দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: