সমাজের মিডিয়ার ভূমিকা

আজকের দিনে সংবাদ মাধ্যমের শক্তি কোন পর্যায়ে পৌঁচেছে আমরা বোধহয় তা ধারণাও করতে পারি না, তবে কোনো কোনও সময় হয়তো সেটা টের পাই তার চূড়ান্ত দায়িত্বহীন অপদার্থতা দেখে। কিন্তু এই মিডিয়াই কি পারে না গঠনমূলক ভূমিকা পালন করে দেশ তথা দেশবাসীকে নতুন দিশা দেখাতে ? উত্তর খুঁজছেন সেখ কুতুবউদ্দিন।

সংবাদ মাধ্যমের চরিত্র আজ অনেকটাই বদলে গেছে। এক সময় তারা ক্ষমতাবান শ্রেণীর উপর নজরদারি চালাত। তারপর ধীরে ধীরে তারা হয়ে ওঠে সেই শ্রেণীর অনুগত, আর এখন দেখা যাচ্ছে এরা তাদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতার অপব্যবহার খেলায় মেতেছে।
আজকাল মিডিয়া খবরের থেকে সেনসেশন বা চাঞ্চল্যকর ঘটনা পরিবেশনের দিকে বেশি ঝুঁকছে। সবটাই এখন হাইপ সৃষ্টির খেলা। সকলেই টিআরপি আর সার্কুলেশন বাড়ানোর ইঁদুর দৌড়ে শামিল।
অথচ দেশে অনাময় ব্যবস্থার অভাবে কত মানুষ যে ডায়ারিয়ায় মারা যাচ্ছে, কত শিশু অপুষ্ঠিতে ভুগছে – এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিডিয়ার মাথাব্যাথা নেই। আমাদের দারিদ্র, ক্ষুধা, অপুষ্টি, অনাহার, অশিক্ষা ইত্যাদির মতো অদৃশ্য অথচ চিরস্থায়ী বিপর্যয়গুলি মিডিয়ার দৃষ্টি এড়িয়ে যায়, এগুলি সম্পকে, এগুলির প্রতিকার সম্পকে কোন অনুষ্ঠান আলাপ – আলোচনা কি তারা পরিবেশন করতে পারে না ? গড়ে তুলতে পারে না এর বিরুদ্ধে কোন প্রতিরোধ ?
আজ আমরা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করি, যোগাযোগ রক্ষা করি। ফেসবুক, টুইটার, গুগল – এসবের মাধ্যমে যোগাযোগ স্থাপন সহজ ও দ্রুত উঠেছে, বিভিন্ন বিষয়ে সারা পৃথিবীর তথ্য ভান্ডার এসে গেছে আমাদের হাতের মুঠোয়। বিদ্যুৎ বেগে একজনের ভাবনা পৃথিবীর আর এক প্রান্তের আর এক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে । এর প্রতিক্রিয়া বা প্রভাব যে কী হতে পারে তা এই মুহুতে অনুমান করা খুবই কঠিন ব্যাপার। আমার মনে হয় এ যুগের এই অসামান্য ক্ষমতাশালী মিডিয়ার এবার এক নতুন ভূমিকায় নামা উচিত। টিআরপি আর সেনসেশনালিজমের খেলা অনেক হল, এবার দেশে অর্থনৈতিক ও সামাজিক বিকাশ ঘটানোর জন্য মিডিয়া অনুঘটকের ভূমিকা পালন করুক। তারা দেশ গঠনের গুরুত্বপূণ বিষয়গুলি সম্পকে সাধারণ মানুষের মতামত নিক আর তা পৌঁছে দিক, যা পৌঁছায় তা খুব কম। মিডিয়া যদি এই নীতি প্রনেতা ও দেশবাসীর মধ্যে অনুঘটক এবং সেই সঙ্গে দায়িত্বশীল প্রহরীর ভূমিকা পালন করে তাহলে আর লোকপাল বিলের কোনও প্রয়োজন হবে না।
ভালো এবং গঠনমূলক খবরকে প্রাধান্য দেওয়া উচিত। দেশে যা হচ্ছে তা সবই মন্দ বা নেতিবাচক। তা তো হতে পারে না। তাই যেখানে যতটুকু আশাব্যঞ্জক, প্রশংসানীয় তাকে তুলে ধরার জন্য সংবাদ।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

5 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

5 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

5 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: