Categories: রাজ্য

ভীমগড়ে ব্যবসা বনধ্

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ দোকানদারের সাথে ক্রেতারা খুচরো নিয়ে বচসার জেরে মারধর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটলো খয়রাশোল থানার ভীমগড় বাজারে। আর তার জেরে নিজেদের নিরাপত্তার দাবী তুলে ভীমগড় বাজার বনধ্ পালন করলো ভীমগড় ব্যবসায়ী সমিতি। ঘটনা সূত্রে জানা যায়, রাত্রে স্থানীয় মাটিয়ালা গ্রামের মধু খাঁ কমলেশ মণ্ডলের ইলেকট্রিকের দোকানে ১২ টাকা দিয়ে একটি ইলেকট্রিক সুইচ কিনে ১০ টাকা দেন। দোকান মালিক আরও ২ টাকা দাবী করলে ক্রেতা মধু খাঁ জানায় তার কাছে ২ টাকা খুচরো নেই। দোকানদার জানিয়ে দেন, একটি সুইচ বিক্রি করে এমন কিছু লাভ হয় না যে, ২ টাকা ছেড়ে দেওয়া সম্ভব। তখন ওই ক্রেতা দোকানদারকে একটি ৫০০ টাকার নোট দিয়ে তা থেকে ২ টাকা কেটে নেবার কথা বলেন। আর এ নিয়েই দু’জনের মধ্যে বচসা বেধে যায়। ফিরে যায় ওই ক্রেতা। কিন্তু কিছুক্ষণ পরে সে বেশ কিছু লোকজন নিয়ে এসে ইলেকট্রিকের দোকানে হামলা চালায় এবং দোকান মালিক কমলেশ মণ্ডলকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ভীমগড় ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা সেখানে এলে তাঁদের উপরেও হামলা এবং তাঁদের দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খয়রাশোল থানার পুলিশ সেখানে পৌঁছালে তাদের সামনেই হামলা চালানো হয় বলে অভিযোগ তুলে ব্যবসায়ীরা রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তখনকার মতো পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারলেও, পরদিন ভীমগড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ভীমগড়ে ব্যবসা বনধ্ পালন করে। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

4 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

4 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

4 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

4 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

4 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: