Categories: বিনোদন

হামলার প্রতিবাদ বলিউডেও, প্যারিসের ঘটনায়

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    প্যারিসে বর্বরতম সন্ত্রাসী হামলায় পুরো বিশ্ব স্তব্ধ, হতবাক ও বিস্মিত। শুক্রবার রাতের এই হামলায় এখন পর্যন্ত দেড় শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্যারিসের এই হামলার ঘটনায় পুরো বিশ্বের মানুষই শোক প্রকাশ করেছে। বাদ নেই বলিউড

তারকা, শিল্পী ও কলাকুশলীরা। ফেসবুক, টুইটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে  ব্যবহার করে সহমর্মিতা জানিয়েছেন প্যারিস নিহতদের পরিবারের প্রতি।

অনুপম খের: প্যারিস আক্রমণ ভয়ঙ্কর, দুঃখজনক।

সোফিয়া চৌধুরী: হৃদয়বিদারক! মানবতা মুখ থুবড়ে পড়েছে। সাধারণ জনগণকে সবসময়ই মূল্য দিতে হয়। এসব অবশ্য বন্ধ হওয়া উচিত।

জাভেদ আখতার: জঘন্য, বর্বর এবং সবেচেয়ে কুৎসিত এই গণহত্যায় সমবেদনা প্রকাশ করার মতো শব্দ অভিধানেও খুঁজে পাওয়া যাবে না।

অক্ষয় কুমার: ঘুম থেকে জেগেই শুনলাম এমন ভয়াবহ খবর। এই ধরনের দুঃসবাদের জন্য আমরা কখনোই প্রস্তুত নই। ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শাবানা আজমি: প্যারিসের ঘটনা ভয়ঙ্কর।অপ্রত্যাশিত এই সহিংসতায় আমি নির্বাক। এর শেষ কোথায়?

তাপসী পান্নু: হৃদয়বিদারক সংবাদ দিয়েই দিনের শুরু। একদিকে প্যারিসের গণহত্যা, অন্যদিকে জাপানের প্রাকৃতিক বিপর্যয়।

ইশা কপ্পিকার: সংকটপূর্ণ এই সময়ে আমরা তোমাদের সাথে আছি প্যারিস। বেদনাদায়ক!

সনু নিগম: ঘুম থেকে জেগেই প্যারিসে বিভৎস্য সন্ত্রাসী হামলার খবর পেলাম। নিহতদের জন্য প্রার্থনা করছি। ওম শান্তি!

প্রাচী দেশাই: বিশ্বের কী হলো? প্যারিসে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা! কবে শেষ হবে এসব? নিহত এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

রিতেশ দেশমুখ: প্যারিসের সন্ত্রাসী হামলায় স্তব্ধ ও মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমেবেদনা জানাচ্ছি।

নার্গিস ফখরি: হে আল্লাহ! পৃথিবীর কী হলো! প্যারিসের জন্য প্রার্থনা করছি।

বরুন দেওয়ান: প্যারিসের খবর শুনে হৃদয় ভেঙে গেল। শান্তির জন্য প্রার্থনা করছি। সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।

admin

Share
Published by
admin

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

4 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

4 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: